উত্তরা প্রতিনিধি,ইজাজুলঃ উত্তর খানে ভাড়া ব্যাবসার উদ্দেশ্যে নির্মিত ৪ তলা বিশিষ্ট একটি ভবন ঝুকিপূর্ণ অবস্থায় আছে। উত্তর খান থানার আওতাভুক্ত রাজউকের অঞ্চল ২ ময়নারটেক- তেরমুখ কুমুতখোলা মৌজায় ২৭/ ই ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ন অবস্থায় আছে। ভবনটি পরিদর্শন করে দেখা গেছে ভবনের মূল বিম থেকে বিল্ডিং চারপাশে ফ্লোরে চর্তুর দিকে দুইফিট এরও বেশি বর্ধিত ওয়াল দিয়ে যত্র-তত্র ভাবে স্থানীয় মিস্ত্রি দিয়ে ভবনটি নির্মান করেছে।
রাজউকের নিয়ম কানুনের তোয়াক্কা না করে পুরাতন রড় ও দুর্বল কাঁচা মাল দিয়ে বহুতল ভবনের নির্মান বিপদ জনক। ভবনটির এক তৃতীয় অংশ নদীর ভিতরে পড়ে যাওয়ায় বর্ষায় পানি মাটির ভারসম্য বিল্ডিং উপযুক্ত নয়।তাই ভবনটির চারিপাশে ফাটল ধরে কিঞ্চিৎ নদীর দিকে ঝুকে পড়েছে। ভবনটিতে প্রতিটি ফ্লোরে তিনটি করে ইউনিট আছে চিলে কোঠা সহ তেরটি পরিবার বসবাস করে।
বিল্ডিংটির নির্মান কাজে জড়িত স্থানীয় মিস্ত্রীদের সাথে কথা বলে জানা যায়, বিল্ডিং টি আবুল শেখ নামক জৈনক ব্যাক্তি ভাড়া ব্যাবসার উদ্দেশ্য কমদামে জমিন কিনে পুরাতন রড় ও দূর্বল কাঁচা মাল দিয়ে যত্র- তত্রভাবে ভবনটি নির্মান করেন। একটানা কয়েক বছর ভাড়া খাটিয়ে বিল্ডিং টি রাজ্জাক নামক এক ব্যাক্তির কাছে বিক্রয় করে।
বিল্ডিং এর চারিপাশে ফাটল ও ঝুঁকে পড়ার বিষয়ে বাড়ির মালিকের সাথে কথা বললে তিনি বলেন, এমনি বিল্ডিংয়ের চারপাশে সিমেন্ট ফাটল ধরেছে তেমন কিছু না। রাজুকের অনুমতি বা ইউনিয়ন পরিষদের বিল্ডিং ব্যাবহার যোগ সনদ কোনটাই নাই তাদের কাছে।
এবিষয়ে উত্তর সিটি করপোরেশন ও রাজউকের একাধিক প্রকৌশলী কে জানানো হলে তারা পরিদর্শন করে ব্যাবস্থা নিবেন বলে জানায়।