কামরুল হাসানঃ-চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পদত্যাগ করেছেন কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার আলী আজম রোকন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকালে আলী আজম রোকনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বস্ত্র অধিদপ্তরের একজন প্রশাসনিক কর্মকর্তা।
জানা গেছে, গত ১৪ আগস্ট দিনব্যাপী জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ আলী আজম রোকনের পদত্যাগের দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা। এছাড়া জুলাই মাস থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ক্যাম্পাস প্রশাসনের নিরবতা ও স্বৈরাচারের চাটুকারিতা এবং নৈতিকতা ও মূল্যবোধ বিসর্জন দিয়ে ছাত্রদের বিপক্ষে অবস্থান করেন। এরই পরিপ্রেক্ষিতে সকাল থেকে রাত পর্যন্ত অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীরা জানায়, বুধবার রাত সাড়ে ৯টায় লিখিত আকারে পদত্যাগের বিষয়টি আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে তুলে দেন কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার আলী আজম রোকন। এতে বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অব্যাহতি চেয়ে আবেদনপত্র ছাত্রদের হাতে তুলে দেন অধ্যক্ষ। এছাড়াও একটি হলের প্রভোস্ট জহুরুল আলম চৌধুরী ও রেজিস্ট্রার জাকির হোসেন তাদের পদ থেকে অব্যাহতি নিয়েছেন।
বস্ত্র অধিদপ্তরের একজন প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ আলী আজম রোকন বৃহস্পতিবার বিকালে তার পদত্যাগ পত্র আমাদের কাছে জমা দিয়েছেন। আমরা সেটি গ্রহণ করেছি।