সেনবাগ(নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে একটি ৯ এমএম বিদেশি পিস্তল সহ মোঃ মনির আহমদ (২১) নামের এক যুবককে আটক করেছে সেনবাগ থানা পুলিশ।
আটককৃত মনির উপজেলার কাদরা ইউনিয়নের আহম্মদ পুর গ্রামের হানিফের ছেলে।
শুক্রবার রাত পৌনে ৮ টার দিকে এলাকাবাসী অস্ত্রসহ মনিরকে আটক করে উত্তম মধ্যম দিয়ে আটক করে সেনবাগ সেনাক্যাম্পে খবর দিলে সেনাসদস্যের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌছে পিস্তলটি সহ তাকে হাতেনাতে আটক করে।
এরপর সেনবাগ থানায় সংবাদ দিলে থানার কর্তব্যরত এসআই মোজাম্মেল হোসেন ও এস আই পলাশ চন্দ্র সিংহ সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল গিয়ে ০৯ এমএম পিস্তলটি জব্দ করেন এবং আসামিকে থানায় নিয়ে আসে। ধারনা করা হচ্ছে উদ্ধার হওয়া অস্ত্রটি গত ৫ আগস্ট ঢাকায় থানার লুট হওয়া পিস্তল।
এ বিষয়ে এক ব্রিফিংয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজিম উদ্দিন জানান আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় তার প্রতিবেশী মোঃ কাইয়ুম তাকে ঢাকা থেকে ০৯ এমএম পিস্তলটি দিয়েছে। এটি নিয়ে সে এলাকায় ঘুরাফিরা করায় এলাকায় বিষয়টি জানাজানি হয়ে যায়।
তখন বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ সুপার আসাদুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেল নাজমুল হাসান রাজিবের নির্দেশনায় সেনবাগ থানা পুলিশের একটি দল পিস্তল সহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।ধারণা করা হচ্ছে পিস্তল টি ঢাকার কোন থানা থেকে লুট হওয়া। এ বিষয়ে আটক মনিরকে জিজ্ঞাসাবাদে আরও অস্ত্র আসার কথা জানায় এবং আরো অস্ত্র আগমন বা উদ্ধারে গোয়েন্দা নজরদারি ও পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
এ ঘটনায় সেনবাগ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামি কে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।