ছায়েদ আহমেদ, হাতিয়া(নোয়াখালী): নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে দেশীয় অস্ত্রসহ সেলিম মিয়া (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে নৌবাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ আগস্ট) বিকেলে অভিযান চালিয়ে বুড়িরচর ইউনিয়নের ধনুমিয়া বাজার হতে তাকে আটক করা হয়। আটকৃত সেলিম মিয়া রেহানিয়া এলাকার মৃত হাজী মাজাহার উদ্দিনের ছেলে।
এসময় তার কাছ থেকে ৪টি ছুরি, রামদা আকৃতির ৪টি লম্বা ছুরি এবং কয়েকটি রড উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়ায় অবস্থানরত নৌবাহিনীর মিডিয়া কর্মকর্তা।
তিনি জানান, এ ঘটনায় অস্ত্রসহ আসামীকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।