শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন

হাতিয়ায় স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৬৫ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ৮:০৬ অপরাহ্ণ

ছায়েদ আহমেদ, হাতিয়া (নোয়াখালী) : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে হাতিয়া উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি, কেককাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

বুধবার (২০ আগষ্ট) বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার পর এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার ওসখালি পুরান বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় এ.এম উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা অনুষ্ঠিত হয়।

হাতিয়া স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আকরাম হোসাইন এর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য দেন। এতে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফাহিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ মাহমুদ, যুগ্ম আহবায়ক আইয়ুব চৌধুরি, জাফর ইকবাল, আবদুল মোমিন রকি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আলী, হাতিয়া পৌর স্বেচ্ছাসেবকদলের নেতা আবদুর রহমান শামীম, মো. জামশেদ উদ্দিন, আজহারুল উলুম মাদ্রাসার ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলাম, নিঝুমদ্বীপ ইউনিয়ন ছাত্রদল নেতা সমির উদ্দিন, নিঝুমদ্বীপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মাইন উদ্দিন, সুখচর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতা ফিরোজ উদ্দিন সহ যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তৃতা দেন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর