মোহাম্মদ শাহজাহান : খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে জেলা ছাত্রদল।
মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যা থেকে জেলা সদরের মুসলিমপাড়া, শান্তিনগর, বাসটার্মিনাল, শব্দমিয়া পাড়া এলাকায় এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
এর আগে জেলার বিভিন্ন উপজেলার বন্যাকবলিত এলাকায় পানিবন্দিদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে ছাত্রদলের কর্মীরা।
বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে বিশুদ্ধ খাবার পানি, মুড়ি, পাউরুটি, বিস্কুট, মোমবাতি, ম্যাচ। খাগড়াছড়ি পৌর এলাকার প্রায় ৬শ পানিবন্দি পরিবারকে এ ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে।
ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রমে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি সাহেদ হোসেন সুমন, জ্যেষ্ঠ সহ-সভাপতি নুরশাদ হোসেন বাপ্পি, সাধারণ সম্পাদক জাহিদুল আলম জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম রাসেল, সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন রানা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি সাহেদ হোসেন সুমন বলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইঁয়ার নির্দেশে জেলা ছাত্রদল বন্যার্তদের পাশে দাড়িয়েছে। জেলার প্রতিটি উপজেলাতেই ছাত্রদলের কর্মীরা বন্যার্তদের সহযোগিতায় কাজ করে যাচ্ছে।
এছাড়াও খাগড়াছড়ি পৌর বিএনপির পক্ষ থেকে বন্যাকবলিত পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে খিচুড়ি বিতরণ করা হয়েছে।