ছায়েদ আহমেদ, হাতিয়া(নোয়াখালী): বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের পক্ষ থেকে ১০ লাখ টাকা অর্থ সহায়তা পেল হাতিয়া ডিগ্রী কলেজ। যা কলেজটির সার্বিক উন্নয়নে ব্যবহৃত হবে।
মঙ্গলবার (২০ আগস্ট) নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অবস্থানরত নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার মুশফিকুর রহমান এই চেক হস্তান্তর করেন। চেক গ্রহণ করেন কলেজটির প্রিন্সিপাল মো. সারফুদ্দীন। গতরাতে বিষয়টি নিশ্চিত করেন নৌবাহিনী মিডিয়া কর্মকর্তা।
এসময় সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুল হাদি, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক তপন চন্দ্র সৌম, হিসাব বিজ্ঞান শাখার সহকারী অধ্যাপক মোসাদ্দেকুল বারী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জানা যায়, অনুদানের এ টাকায় কলেজটির মাঠ ভরাট এবং শহীদমিনার করা হবে। হাতিয়ায় কোনো হেলিপ্যাড না থাকায় কলেজ কর্তৃপক্ষ কলেজের মাঠে হেলিপ্যাডও রাখবে। আর সেটির নামকরণ করা হবে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের নামানুসারে।
উল্লেখ্য, হাতিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান গত বুধবার (১৪ আগস্ট) সকালে হেলিকপ্টারে করে কলেজটির মাঠে অবতরণ করেন। তারপর শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। কলেজটির প্রিন্সিপাল মো. সারফুদ্দীন অবকাঠামো উন্নয়নে নৌবাহিনীর সহায়তা কামনা করলে নৌবাহিনীর প্রধান আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।