বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন

বৃহত্তর সুগন্ধা বীচ ব্যবসায়ী সমিতির নতুন কমিটি ঘোষণা 

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৫৫ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ১:৩৬ অপরাহ্ণ

আজিম উদ্দিন, জেলা প্রতিনিধি: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের ক্ষুদ্র থেকে মাজারি ব্যবসায়ী সমিতির দীর্ঘদিন অনিয়ম ও দু্র্ণীতির বিরুদ্ধে এক মতবিনিময় সভা করেছে জেলা বিএনপি ও সুগন্ধা বীচ দোকান মালিক সমিতির ব্যবসায়ীরা।

গতকাল বুধবার সন্ধা ৫ টায় সুগন্ধাস্থ হাঁড়ি রেস্তোরাঁর ওপেন কনভেনশনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে নানা ধরনের হয়রানি, অনিয়ম নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে সুগন্ধা বীচ ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির একাধিক ভুক্তভোগীরা ।

এতে তারা ব্যবসায়ীক হিসেবে প্রতিনিয়ত হয়রানির শীকার হয়েছে স্থানীয় প্রভাবশালী চাঁদাবাজদের কাছে। তারা অবৈধভাবে কোটি কোটি টাকা আত্মসাৎ করে লুটেপুটে খেয়েছে। দীর্ঘদিন ধরে সমিতির নামে কোন ব্যাংক হিসেব নেই।

তবে এসব লোটপাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ সজাগ থাকতে এবং এসব দমন করতে আজকের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভ অনুষ্ঠিতকালে প্রথম তিনজনকেই সভাপতি সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক হিসেব নতুন কমিটির আত্মপ্রকাশ করে।

দেশে দীর্ঘ ১৬ বছর ধরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার জোরপূর্বক ক্ষমতার অপব্যবহার করে প্রতিনিয়ত লুটপাট,চাঁদাবাজি,দখলবাজিসহ নানা অপরাধে লিপ্ত ছিল। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্রদের কোটা আন্দোলনের ফলে শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুরি করে হত্যাসহ একাধিক অঘটন ঘটিয়েছে। কিন্তু এসবকে কেন্দ্র করে সারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন অরাজনৈতিক সংগঠননহ এর প্রতিবাদের ঝড় তুলে। পরিশেষে আমজনতার সকল পেশাজীবি মানুষ একাধারে আন্দোলন চালিয়ে স্বৈরাচার সরকারকে পতন করে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেন।

এরপর থেকেই বের হওয়া শুরু হয় একের তাদের কূকর্মর ফিরিস্তি। নানা জায়গায় আওয়ামী লীগ গুন্ডারা নিরীহ মানুষ ব্যবসায়ীদের উপর নির্মম নির্যাতন চালিয়ে দফায় দফায় অবৈধভাবে ভোগবিলাসীতাই ব্যস্ত ছিল।
কিন্তু স্বৈরাচার সরকার পতনের পরে একেরপরএক রাঘব বোয়ালদের ধরপাকড় শুরু করেন। পর্যটন ব্যবসায়ীদের উপর জুলুম নির্যাতন প্রতিরোধে কক্সবাজার থেকে সুগন্ধা বীচ দোকান মালিক সমিতির নতুন এক কমিটি ঘোষণা করেছে এসব দোকান মালিক সমিতির ব্যবসায়ীরা।

ইতিমধ্যে জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীকদের উপস্থিতে – শহর যুবদলের যুগ্ন আহ্বায়ক, জয়নাল আবেদীনকে সুগন্ধা দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক মোবারক ও সাংগঠনিক সম্পাদক হিসেব হাবিবকে জোরালো সমর্থন জানিয়ে কমিটি ঘোষণা করে।
কমিটি ঘোষণা পরপরই সকল ধরনের ব্যবসায়ীরা আনন্দ উৎফুল্ল হয়ে হয়ে ফুলেল সংবর্ধনা জানান। সাথে জেলা বিএনপি,ছাত্রদল, যুবদলসহ সকলেই ফুলেল শুভেচছা জানান।

এসময় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক রাশেদ আবেদীন সবুজ,শহর যুবদলের আহ্বায়ক আজিজুল হক সোহেল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সানাউল্লাহ আবু,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুর মাসুদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হারুনর রশীদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক সরওয়ার রোমন, জেলা যুবদলের সহসম্পাদক জাবেদ ইকবার, জেলা যুবদলের সহসম্পাদক নেজাম উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মনির উদ্দিন, সদর যুবদলের আহ্বায়ক আক্তারুজ জামান লাভলু, সদর যুবদলের সদস্য সচিব এডভোকেট আনোয়ারুল ইসলাম টিপু,শহর যুবদলের সিনিয়র যুগ্নআহ্বায়ক মাস্টার জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি সাহাদাৎ হোসেন রিপন, সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম, শহর ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাহেল ইসলাম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল হক রাশেদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আয়ান আব্দুল্লাহ, জেলা ছাত্রদলের সিনিয়র সভাপতি সাইফুর রহমান নয়ন,জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, শহর ছাত্রদলের আহ্বায়ক হোমায়েন কবির হিমু ও শহর ছাত্রদলের সদস্য সচিব ইনজামুল হক প্রমুখ

এই সময় উপস্থিত নেতৃবৃন্দরা সকলেই উক্ত সমিতির সার্বক্ষণিক সফলতা কামনা করে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ বক্তব্য তুলে ধরেন। এবং ব্যবসায়ীদের সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। কোন ব্যবসায়ী যেন হয়রানি না হয় সে প্রত্যাশা ব্যাক্ত করেন সভাপতি জয়নাল আবেদীন। পাশাপাশি সকলের সহযোগিতা এবং প্রচেষ্টার মাধ্যমে সমিতির সফলতা বাস্তবায়ন করার আশা ব্যক্ত করেছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর