শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে বন্যার্তদের পাশে সেনাবাহিনী উদ্ধার তৎপরতার পাশাপাশি করেছেন ত্রাণ বিতরণ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৬৭ বার পঠিত
আপডেট : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ২:০৯ পূর্বাহ্ণ

মোহাম্মদ শাহজাহান : বন্যায় দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ির রিজিয়নের আওতাধীন সকল জোনের সেনাবাহিনীর সদস্যরা। গত কয়েকদিন ধরেই বানভাসি জনসাধারণের পাশে দাড়িয়েছেন সেনা সদস্যরা। বন্যার্তদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা এবং তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করে যাচ্ছেন।

শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে জেলা সদরের গঞ্জপাড়াসহ বিভিন্ন এলাকায় বন্যায় কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান নিজ হাতে এসব বিতরণ করেন।

এসময় তিনি জানান, যতদিন পর্যন্ত বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবেনা, ততদিন পর্যন্ত খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে শুকনো খাবার, ত্রাণ ও বিভিন্ন ধরনের মানবসেবা কার্যক্রম চলমান থাকবে।

খাদ্যসামগ্রী বিতরণকালে খাগড়াছড়ি রিজিয়নের বিএম মেজর সাদাত রহমান, ক্যাপ্টেন গালিব বিন সাইফসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় বন্যায় কবলিত এলাকার মানুষের জন্য নিরলসভাবে কাজ করছে সেনাবাহিনী।

এক মাসে তৃততীয়বারের মতো বৃহস্পতিবার বন্যার পানিতে ডুবেছে খাগড়াছড়ি। জেলা সদর উপজেলার এবং পৌরসভার অধিকাংশ এলাকার অন্তত ৩ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর