বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন

কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ এর সাথে হাতিয়ায় সাংবাদিকদের মতবিনিময় সভা

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৮০ বার পঠিত
আপডেট : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ণ

ছায়েদ আহমেদ, হাতিয়া( নোয়াখালী): বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাতিয়া দ্বীপের কৃতি সন্তান আব্দুল হান্নান মাসুদ এর সাথে মঙ্গলবার দুপুরে হাতিয়ায় কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

হাতিয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সভায় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সহ প্রেসক্লাবের আহবায়ক জিএম ইব্রাহিম, যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন তুহিন এবং সমন্বয়ক মাসুদের পিতা মাওলানা আব্দুল মালেক বক্তব্য প্রদান করেন। এতে সঞ্চালনায় ছিলেন সাংবাদিক ইসমাইল হোসেন কিরণ।

সভায় কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ তাঁর বক্তব্যে বলেন, সংগ্রামের মধ্য দিয়ে দেশ এক অরাজকতা থেকে মুক্তি পেয়ে আজ একটা পরিবর্তনের দিকে যাচ্ছে। দ্বীপ উপজেলা হাতিয়ার নৌযোগাযোগ সহ গুরুত্বপূর্ণ বিশেষ দিকগুলোতে তিনি ভূমিকা রাখার অঙ্গিকারও ব্যক্ত করেন।

এসময় অন্যান্য মিডিয়ার সাংবাদিক ও ছাত্র-শিক্ষক সহ বিভিন্ন পেশা লোকজন উপস্থিত ছিলেন।

হাতিয়া-নোয়াখালী।

01616080012

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর