শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
হাতিয়া নিউ মার্কেটে ঈদ র‍্যাফেল ড্র অনুষ্ঠিত  জলবায়ু সুবিচারের দাবিতে রংপুর তরুণদের জলবায়ু ধর্মঘট ও পদযাত্রা ভাষানচর দখলের সন্দ্বীপি ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ,উপদেষ্টার পদত্যাগ দাবি হাতিয়াবাসীর পণ্য বয়কট অভিযানে কার লাভ আর কার ক্ষতি? পাহাড়তলীতে অপহরন চক্রের ০৩ জন সদস্য গ্রেফতার ইসরায়েল হত্যা করে, মিথ্যা বলে, আর পশ্চিমা মিডিয়া তা বিশ্বাস করে গাজার ক্ষুধার্তদের দিকে মুখ ফিরিয়ে নিল আইডিএফ গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় নিহত আরও ৬০ ফিলিস্তিনি চীনের ওপর আরও ৫০ শতাংশ শুল্কারোপের হুমকি ট্রাম্পের যেসব দেশ অনুরোধ করেছে, সেগুলোর সঙ্গে সমঝোতা আলোচনা শিগগির: ট্রাম্প

ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা না পেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১১২ বার পঠিত
আপডেট : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩২ অপরাহ্ণ

মো: মোস্তফা : ঢাকায় সড়ক দুর্ঘটনায় আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসানুল ইসলাম দীপ্তের মৃত্যুর ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভাঙচুর ও হামলার কোনো সম্পর্ক নেই বলে তার পরিবার ও বন্ধুরা দাবি করেছেন। তাদের অভিযোগ, দীপ্তকে প্রায় ৯ ঘণ্টা বিনা চিকিৎসায় জরুরি বিভাগে ফেলে রাখা হয়েছিল, যার ফলেই তার মৃত্যু ঘটে। গাইবান্ধা প্রেসক্লাবে সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘটনার সঠিক তদন্ত এবং দায়ীদের কঠোর শাস্তির দাবি জানান।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী দীপ্ত, গত ৩০ আগস্ট কুর্মিটোলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হন। তার বন্ধুরা জানিয়েছেন, দুর্ঘটনার পর দুর্বৃত্তরা দীপ্তের মানিব্যাগ ও মোবাইল ফোন চুরি করে। নিলয় নামে একজন পথচারী তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। মাথায় রক্তক্ষরণ বন্ধে জরুরি অস্ত্রোপচার প্রয়োজন হওয়ায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢামেকে আইসিইউ সেবা পেতে ৭ হাজার টাকা দাবি করা হয়েছিল। কিন্তু অর্থের অভাবে এবং স্বজনদের অনুপস্থিতিতে দীপ্তকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি; বরং তাকে জরুরি বিভাগের মেঝেতে ফেলে রাখা হয়। পরদিন সকালে বিনা চিকিৎসায় তার মৃত্যু ঘটে, যা অত্যন্ত হৃদয়বিদারক ও অমানবিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

দীপ্তের বাবা শহীদুল ইসলাম মাজু এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “আমার ছেলের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, বরং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা এর সঠিক তদন্ত ও ন্যায়বিচার দাবি করছি।” তিনি সরকারের প্রতি অনুরোধ জানান, যেন এই ঘটনার প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর