সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

হাতিয়ায় নদীভাঙ্গন রোধ সহ দুর্নীতি বন্ধে সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠনের মানববন্ধন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৩১ বার পঠিত
আপডেট : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৩১ অপরাহ্ণ

ছায়েদ আহমেদ, হাতিয়া (নোয়াখালী) : দ্বীপ উপজেলা হাতিয়ায় নদীভাঙন রোধ, নিরাপদ নৌ-যোগাযোগ, স্বাস্থ্য সেবা, শিক্ষার মান উন্নয়ন, বিভিন্ন দপ্তরের দুর্ণীতি বন্ধ করণ সহ মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মানববন্ধন করেছে হাতিয়ার ৩২ টি স্বেচ্ছাসেবী সংগঠন।

বুধবার (০৪ সেপ্টেম্বর) বেলা এগারোটায় হাতিয়া উপজেলা পরিষদ ও স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে প্রধান সড়কে সম্মলিত স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পাঁচ শতাধিক সদস্য মানববন্ধনের এ কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, হাতিয়ায় দীর্ঘ দিনের নদী ভাঙনের শিকার পরিবার গুলোতে সরকারি অনুদান না পাওয়ায় তাদের মানবেতর দিন যাপন, অব্যাহত নদী ভাঙনের স্থায়ী কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ না করায় মানববন্ধনে উপস্থিত বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। এছাড়াও নলচিরা চেয়ারম্যানঘাট নৌরুটে দ্বীপবাসীর দীর্ঘ দিনের দাবি অনতিবিলম্বে ফেরি সার্ভিস চালু করার আহবান জানানো হয়। দ্বীপের সরকারি দপ্তর সমূহের লাগাতার দুর্ণীতি ও লুটপাট বন্ধ করতে হুসিয়ারী দেন। দ্বীপের ৭ লাখ মানুষের জন্য একমাত্র সরকারি ৫০ শয্যার হাসপাতালকে আধুনিক সুবিধা সহ একশত ৫০ শয্যায় উন্নীত করণের জোরালো দাবি জানানো হয়।

এতে উপস্থিত থেকে বক্তব্য দেন জাগ্রত দ্বীপ হাতিয়ার প্রতিনিধি মোহাম্মদ আলী, হাতিয়া মানব কল্যাণ ফোরামের প্রতিনিধি যোবায়ের হোসেন, নিঝুম বøাড ফাউন্ডেশনের আয়াত হোসেন জুয়েল, হাতিয়া ছাত্র-যুব পরিষদ চট্রগ্রামের শাকিল আল মামুন, দ্বীপাঞ্চল হাতিয়ার অলি আহাম্মেদ জনি, উদয়ন এর ইসমাইল হোসেন তাফসীর, বাংলাদেশ কুটির এর মো: আজাদ, মানবিক হাতিয়ার মো: জুয়েল, আলোক বর্তিকার মো: জোনায়েদ ও হাতিয়া একতা ফাউন্ডেশনের  মো: আব্দুর রব, আলোর প্রদীপ হাতিয়া নাহিদুল ইসলাম ফয়সাল প্রমূখ।

এসময় “সচেতন নাগরিক সমাজ-হাতিয়া” এবং সুশাসনের জন্য নাগরিক-সুজন এর হাতিয়া শাখার সদস্যরা সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর