মোহাম্মদ শাহজাহান: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত মোহাম্মদ আবু হাসনাত তানজিতের পাশে দাড়িয়েছে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইঁয়া।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে আহত তানজিতের চিকিৎসার জন্য তার পিতার হাতে ১ লক্ষ টাকা তুলে দিয়েছেন তিনি। তানজিত গত একমাস ধরে সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত তানজিতের খোঁজখবর জানাতে রাতে ওয়াদুদ ভুইঁয়ার বাসভবন বৈঠকে আসেন তানজিতের পরিবারের সদস্যরা। গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় আহত হয় তানজিত।
ওয়াদুদ ভুইঁয়া জানান, তানজিতের চিকিৎসার সহায়তা ১ লক্ষ টাকা দেওয়া হয়েছে। পরবর্তীতে প্রয়োজন হলে আরো সহায়তা করা হবে।
এসময় জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এমএন আবছার উপস্থিত ছিলেন।
তানজিতের বাবা মো. শাহজালাল জানান, বর্তমানে তানজিতের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে বেধড়ক পিটিয়েছিলো। পা ভেঙে যাওয়ায় এখনো চিকিৎসাধীন রয়েছে।