সেনবাগ(নোয়াখালী) প্রতিনিধি: বন্যায় পানিবন্দি হয়ে প্রায় ১ মাস আশ্রয় কেন্দ্রে থাকা অবস্থায় গত রবিবার গভীর রাতে পূত্র সন্তানের জন্ম দেন এক গৃহবধূ, সোমবার যায়যায়দিন প্রতিনিধির ফেইসবুক পোস্ট দেখে মঙ্গলবার নবজাতকের জন্য উপহার সামগ্রী নিয়ে আশ্রয় কেন্দ্রে হাজির হন নোয়াখালীর সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ।
সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে ওই পূত্র সন্তানের জন্ম দেন উপজেলার কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের দুলু পাটোয়ারী বাড়ির অটো চালক আবদুল জলিলের স্ত্রী ইয়াছমিন আক্তার।শিশুটির নাম রাখা হয়েছে মোস্তাকিম।
মঙ্গলবার দুপুরে ঐ আশ্রয় কেন্দ্রে গিয়ে ইউএনও জিসান বিন মাজেদ ফুটফুটে শিশু মোস্তাকিম কে কোলে তুলে নেন এবং তার বাবা মায়ের হাতে উপহার সামগ্রী ও খাদ্য সামগ্রী তুলে দেন।
এ সময় তিনি শিশুটির জন্য আরো প্রয়োজনীয় শিশুখাদ্য ও তার পরিবার কে ভবিষ্যতে ও সহযোগিতার আশ্বাস দেন। এ ছাড়া আশ্রয় কেন্দ্রে থাকা ৮ টি পরিবারকে ও খাদ্য সামগ্রী প্রদান করেন।
এ সময় তার সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ ফাতেমা, যায়যায়দিন প্রতিনিধি এন এইচ সুমন, যুগান্তর ও আরটিভির প্রতিনিধি জাহাঙ্গীর পাটোয়ারী, বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাহাব উদ্দিন ভূঁইয়া ও জিয়াউর রহমান সুমন