ছায়েদ আহমেদ, হাতিয়া ( নোয়াখালী) :শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নোয়াখালীর হাতিয়া উপজেলায় পূজা উদযাপন কমিটির সাথে মন্দির কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে হাতিয়া প্রেসক্লাব হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাবু বিক্রম বিহারী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য দেন বিক্রম চন্দ্র ধর, অধ্যাপক মানস মোহন দাস সহ উপজেলা পূজা উদযাপন কমিটির অন্যান্য সদস্য ও মন্দির কমিটির সদস্য বৃন্দ।
বক্তারা শারদীয় দুর্গাপূজা উদযাপন শান্তিপূর্ণ করতে প্রশাসনসহ সকল স্তরের মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন।
এ বছর হাতিয়া উপজেলায় ৩৩ টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানান পূজা উদযাপন কমিটি।