রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পেট্রোল বোমায় ২ নারী আহতের খবর কুইজে বিজয়ী ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভাত খাওয়ার সময় যুবদলকর্মীকে গুলি করে হত্যা ইঞ্জিন সংকটে খুঁড়িয়ে চলছে রেল, কমেছে সেবার মান মাছ ধরার জাহাজ থেকে পড়ে নাবিক নিখোঁজ প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন প্রাইম এশিয়ার ছাত্র হত্যা : বৈষম্যবিরোধী ও ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ ‘সরকার প্রধান ও দলীয় প্রধান একই ব্যক্তি হবেন না’ সুপারিশে ভিন্নমত বিএনপির ‘স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে সংস্কার কমিশনকে সহযোগিতা করছে বিএনপি’ ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

লামায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৮৩ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৭:৫২ অপরাহ্ণ

কে এইচ মহসিনঃ- লামায় উপজেলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়। এটি ৩৪ তম আন্তর্জাতিক প্রবীন দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি গুরুত্বের সাথে পান করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘মর্যাদাপূর্ণ বার্ধক্য, বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ।

জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর প্রতিবছর বিশ্বব্যাপী ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। যুগান্তকারী এ সিদ্ধান্তের আলোকে সারা বিশ্বের মতো বাংলাদেশেও ১৯৯১ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চল কর্তৃক লামা উপজেলায় মঙ্গলবার ১ (অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি পালিত হয়।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসন, মোঃ কামরুল হাসান চৌধুরী, আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সহ কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথি কামরুল হাসান চৌধুরী বলেন, লামা উপজেলা সহ দেশের সকল প্রবীণ নাগরিকদের আমি সম্মানের সাথে আন্তরিক শুভেচ্ছা জানাই সারা বিশ্বে চিকিৎসা বিজ্ঞানের ব্যাপক উন্নতি হয়েছে, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি হয়েছে।পুষ্টি ও স্বাস্থ্য সেবার মান উন্নয়নের ফলে পৃথিবীতে মানুষের মৃত্যুহার যেমন কমেছে, তেমনি বেড়েছে মানুষের গড় আয়ু। একই কারণে বাংলাদেশেও প্রবীণ ব্যক্তির সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। তাই সকলকে সম্মান,মর্যাদা ও মনোবল ঠিক রেখে বাকি জীবনে চলতে হবে এবং এ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এ সময় আয়োজকদের ধন্যবাদ জানান ও প্রবীণ মুরুব্বী সহ সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

বিশ্ব প্রবীণ দিবসে লামা উপজেলার আয়োজকদের কটুর সমালোচনা করেন সচেতন মহল, সকলের দৃষ্টি গোচর হয়েছেন বিষয়টি, কারণ প্রবীণ উপস্থিতির ক্ষেত্রে বাঙ্গালী প্রবীণদের উপস্থিতির সংখ্যা খুবই কম , আর উপজাতি প্রবীণদের উপস্থিতি ছিল বেশি। ৫৫ জন প্রবীণ উপস্থিতির মধ্যে মাত্র ৫ জন বাঙ্গালী। তাই বিষয়টি অনেকেই বৈষম্য বিভাজন হিসেবে দেখছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর