শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন

উত্তরায় মেট্রোপলিটন প্রেসক্লাব নার্সারির শেড উদ্বোধন 

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৭০ বার পঠিত
আপডেট : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ২:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : গত ২৬ অক্টোবর বিকাল ৪ ঘটিকায়  রাজধানী উত্তরার ৪ নং সেক্টর ২০/ ডি রোড সংলগ্ন রেলওয়ের পতিত জায়গায় বৈধ উপায়ে ভিত্তিপ্রস্থ স্থাপিত হয়।  এ সময় উপস্থিত ছিলেন, মেট্রোপলিটন প্রেস ক্লাব এর অন্যতম উপদেষ্টা মাকসুদেল হোসেন খান, বিজেপি পার্টির উত্তর মহানগর এর আহবায়ক খোকন সরকার, প্রেস- ক্লাবের সভাপতি এইচ. আর. হাবিব, সাধারণ সম্পাদক মিজান বীন নূর ও এলাকার ছাত্র সমাজ। ক্লাবটির দীর্ঘ দিনের জটিলতা কাটিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের সহযোগিতায় তাদের পূর্বনির্ধারিত স্থানে সাংগঠনিক ও নার্সারির কার্যক্রম করার জন্য নার্সারির শেড উদ্বোধন অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে বলে ক্লাব কর্তৃপক্ষ জানান ।

উপস্থিত বিজেপি নেতা খোকন  সরকার সহ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় খোকন সরকার
বলেন,

সাংবাদিকরা এ সমাজের দর্পণ নেতৃবৃন্দরা সাংবাদিক ছাড়া যেমন চলতে পারি না, সাংবাদিকরাও আমাদের ছাড়া মূল্যহীন। আমি চাই সাংবাদিক ভাইরা সবাই মিলেমিশে সমাজের নানা অনিয়ম ও অনৈতিক বিষয় তুলে ধরুন আমরা আপনাদের পাশে আছি।

উক্ত অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ। আনুষ্ঠানিক কার্যক্রম শেষে উপস্থিতদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর