শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

আইন পেশায় পঁয়ত্রিশ বছর পূর্ণ,বিজেডিএ’র পক্ষ হইতে অভিনন্দন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৫৪ বার পঠিত
আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ১:০১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : আইন পেশায় পঁয়ত্রিশ বছর পূর্ণ হওয়ায় রোটারি ক্লাব অব চিটাগাং সিটির চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত সংবর্ধনা প্রদান করা হয়েছে।

অদ্য ১৪/১২/২০২৪ ইংরেজি তারিখ বিকেল ৪.৩০ ঘটিকায় ক্লাব সভাপতি রোটারিয়ান দেবাশীষ বড়ুয়ার সভাপতিত্বে চট্টগ্রাম ক্লাবের কনফারেন্স হলে রোটারি ক্লাব অব চিটাগাং সিটির প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান অ্যাডভোকেট উত্তম কুমার দত্তকে সম্বর্ধনা প্রদান করা হয়। সভায় ক্লাবের চার্টার মেম্বার প্রাক্তন সভাপতি রোটারিয়ান লিয়াকত আলী চৌধুরী এবং রোটারিয়ান জাকারিয়া সোহেল স্মৃতি চারণে বলেন ক্লাব প্রতিষ্টার শুরু লগ্ন থেকেই ক্লাব প্রতিষ্টাতা সভাপতি সততা এবং নিষ্ঠার সাথে নিজ দায়িত্ব পালন করেন বিধায় ক্লাবটি আজ জেলা এবং আন্তর্জাতিক পর্যায়ে বিপুল সমাদৃত।

অনুরূপ সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে আইন পেশায় পঁয়ত্রিশ বছর সার্থকতার পূর্ণতা অর্জনে সক্ষম হয়েছেন।ক্লাবের প্রাক্তন সভাপতি রোটারিয়ান মৃণাল কান্তি দত্ত বলেন আইন আদালতে উনার পারঙ্গমতা এবং সুনামে উনি সর্বজন প্রিয়।

এদিকে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন এসোসিয়েশন বিজেডিএ’ প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত
আইন পেশায় পঁয়ত্রিশ বছর পূর্ণ করায় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন এসোসিয়েশন।

বক্তব্য রাখেন জেলার প্রাক্তন ডেপুটি গভর্নর রোটারিয়ান বাহারুজ দীপা, রোটারিয়ান মুজিবুর রহমান প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান আনোয়ারুল কবির, রোটারিয়ান সহ প্রমুখ।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর