রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

হাতিয়ায় বিজয় দিবসের প্রথম প্রহরে তোপধ্বনি ও পুষ্পস্তবক অর্পণ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৪৩ বার পঠিত
আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৮:১৫ অপরাহ্ণ

ছায়েদ আহমেদ, হাতিয়া (নোয়াখালী): হাতিয়ায় মহান বিজয় দিবসের প্রথম প্রহরেই তোপধ্বনি ও পুষ্পস্তবক অর্পণ করেছে প্রশাসন সহ সর্বস্তরের মানুষ।

সোমবার সূর্যদ্বয়ের সাথে সাথে হাতিয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়।

প্রথমে উপজেলা প্রশাসন,থানা প্রশাসন, হাতিয়া প্রেসক্লাব, উপজেলা ও পৌরসভা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা পরিষদ সহ পরপর বিভিন্ন সামাজিক সংগঠন শহীদ মিনারে বীর সেনানিদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে, হাতিয়া উপজেলা বিএনপির সভাপতি একে এম ফজলুল হক খোকনের নেতৃত্বে বিশাল এক শোভাযাত্রা মেইন সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
এতে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক লুৎফুল্লাহিল নিশান, বিএনপি নেতা আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ,পৌরসভা বিএনপির সভাপতি ও প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোকাররম বিল্লা শাহাদত, বিএনপি নেতা ফারভেজ, কৃষক দলের সভাপতি আব্দুর রব ও যুবদল নেতা ফাহিম উদ্দিন সহ ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।

বাংলাদেশ জামাত ইসলাম, হাতিয়া উপজেলা শাখার সভাপতি মাস্টার বোরহানুল ইসলামের নেতৃত্বে বিশাল এক বিজয় র‍্যালি বের হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে এএম হাইস্কুলে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ার আয়োজন করে। এসময় সংগঠনের সেক্রেটারী নুর উদ্দিন মেশকাত, পৌর সভাপতি তাওফিকুল ইসলাম এবং আব্দুল কাদের সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া, ৫৪ তম মহান বিজয় দিবসে পরিষদ সভা কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেন উপজেলা প্রশাসন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর