রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বড়হাতিয়া স্টুডেন্টস ফোরামের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ছোট ভাইয়ের সুন্নতে খতনার উৎসব মুহুর্তেই ভরে গেল বিষাদে কৈবল্যধাম আশ্রমে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ দেরী না করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে – অধ্যক্ষ শামসুজ্জামান হিলালী আওমী ঘরনা ওসি গফফারের সম্পদের পাহাড় বিক্রয়ের হিড়িক চট্টগ্রামে নতুন ব্রিজের টোলপ্লাজায় দীর্ঘ যানজটে দিনভোর প্রকাশিত সংবাদের প্রতিবাদ! প্রজন্ম মিরসরাইয়ের কমিটি ঘোষণা সভাপতি ইমাম, সেক্রেটারি নকিব মঞ্জুর আলম মঞ্জু এর নেতৃত্বে মহান বিজয় দিবস উৎযাপন হাতিয়ায় বিজয় দিবসের প্রথম প্রহরে তোপধ্বনি ও পুষ্পস্তবক অর্পণ

বড়হাতিয়া স্টুডেন্টস ফোরামের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১১ বার পঠিত
আপডেট : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ণ

লোহাগাড়া ( চট্টগ্রাম ) প্রতিনিধি: লোহাগাড়ার ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বড়হাতিয়া স্টুডেন্টস ফোরামের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফোরামের আহবায়ক ফখরুল ইসলাম সাঈদী ও সদস্য সচিব মঈন উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মেধা যাচাই বৃত্তি পরীক্ষায় উপজেলার ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন (স্কুল) মাস্টার আব্দুস শুক্কুর ও (মাদ্রাসা) মাওলানা মহিউদ্দিন হেলালী। পরীক্ষার সুশৃঙ্খল ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক ও অভিভাবকরা।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ফোরামের উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান জুনাইদ চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য মাস্টার লোকমান হাকিম, মাস্টার নাজিম উদ্দীন, মাস্টার ইসহাক, মাওলানা জসীম উদ্দিন, মাওলানা আব্দুচ ছবুর বেলালী, মাস্টার নাছির আহমেদ, মাওলানা শাহাদাৎ হোসেন, প্রবাসী নাছির উদ্দীন, ঝুমু বড়ুয়া চৌধুরী, মারুফ হাসান রিজভী, প্রকৌশলী ইরফানুল হক, সাইফুল ইসলাম সামী ও আবু নোমান ইরফান প্রমুখ।

উল্লেখ্য, বড়হাতিয়া স্টুডেন্ট’স ফোরাম ২০০৪ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে বিভিন্ন সামাজিক শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এবারও তাদের বৃত্তি প্রকল্পের অংশ হিসেবে এই পরীক্ষার আয়োজন করা হয়েছে। খুব শীগ্রই মেধা যাচাই বৃত্তি-২৪ এর ফলাফল প্রকাশ ও তৎ পরবর্তী যথাসময়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজনে সকলের সহযোগিতা কামনা করেন সংগঠনের আহবায়ক ফখরুল ইসলাম সাঈদী ও সদস্য সচিব মঈন উদ্দীন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর