রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন

সিআইপি নির্বাচিত হওয়ায় সেনবাগে প্রবাসী নুর মোহাম্মদ কে গণ সংবর্ধনা

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৫ বার পঠিত
আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৫:৩৭ অপরাহ্ণ

সেনবাগ(নোয়াখালী)প্রতিনিধি:প্রবাসী রেমিট্যান্স পাঠানোতে বিশেষ অবদান রাখায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি নির্বাচিত হওয়ায় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সম্মান পাওয়ায় ওমান প্রবাসী নুর মোহাম্মদ কে সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী।

রবিবার বিকেলে নোয়াখালীর সেনবাগের মগুয়া বাজারে উক্ত সংবর্ধনা প্রদান করা হয়।

বিশিষ্ট সমাজ সেবক গোলাম মোস্তফা মাছুমের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী বশির উল্যাহ চৌধুরী রিপনের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মাস্টার আবু ইউসুফ।

বিশেষ বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ওমান প্রবাসী ব্যবসায়ী নুর মোহাম্মদ সি আইপি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,বিশিষ্ট সমাজ সেবক মাওলানা আবদুল মতিন,বিশিষ্ট সমাজ সেবক গোলাম সারোয়ার, সাবেক ইউপি সদস্য আবদুল মান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুল হাসান তুহিন,মগুয়া ডেভলফমেন্ট ফোরামের সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা সবুজ, আতাউর রহমান কিরন,যুবদল নেতা বিপ্লব, ব্যবসায়ী বাহার উদ্দিন বাহার,বিএনপি নেতা কামাল উদ্দিন ভূঁইয়া ,সমাজ সেবক আবদুল জলিল, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এম দলিলুর রহমান,বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ডা:আবদুল আজিজ।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক সহ বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর