সেনবাগ(নোয়াখালী)প্রতিনিধি: সামাজিক, মানবিক কাজ,শিক্ষা সাংস্কৃতিক কর্মকান্ডে ভুমিকা রাখার প্রত্যয়ে নোয়াখালীর সেনবাগে খাজুরিয়া মানব কল্যাণ সংগঠনের উদ্বোধন করা হয়েছে এবং উদ্বোধনের৷ দিনেই জুলাই -আগষ্ট বিপ্লবে ঢাকায় মাদ্রাসা ছাত্র খাজুরিয়া গ্রামের শাওনের পরিবার কে ২ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।
শুক্রবার বিকেলে খাজুরিয়া আছিরা খাতুন উচ্চ বিদ্যালয়ের মাঠে খাজুরিয়া মানব কল্যাণ সংগঠনের আহবায়ক আবদুস সাত্তারের সভাপতিত্বে ও মীর মানিকের সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার বোরহান উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন কেশারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক সুমন,বিশিষ্ট ব্যবসায়ী মমিনুল ইসলাম মানিক,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইমাম হোসেন মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন, সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, সমাজসেবক খন্দকার আবুল হাশেম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক কমিটির সদস্য মির্জা মো: মাসুদ আলম,মহিন উদ্দিন লটন,সামছুদ্দোহা সোহাগ,নাছির উদ্দিন সুমন,ইঞ্জিনিয়ার সহিদ উল্যাহ সোহেল,ওমর ফারুক অভি,মো: ওহিদ।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী,সাংবাদিক সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
খাজুরিয়া মানব কল্যাণ সংগঠনের উদ্বোধন উপলক্ষে জুলাই-আগস্ট বিপ্লবে নিহত খাজুরিয়ার শাওনের পরিবার কে ২লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।এছাড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,সামাজিক সংগঠন কে সম্মাননা প্রদান, শিক্ষার্থীদের নগদ অর্থ ও পুরস্কার, ইসলামি সংগীত পরিবেশন, সনাতন ধর্মীয় লোকজন সহ সকলের জন্য বিশেষ ভোজন সহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।