রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন

ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না মঞ্জুর

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১১ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ১:২৯ অপরাহ্ণ

এস এম ইরফান (চট্টগ্রাম):  ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন না মঞ্জুর করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত।

জামিন আবেদনের উপর পূর্ব নিধারিত শুনানি দিন(আজকে) মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম আদালাত সকালে এই জামিন না মঞ্জুর করে আদেশ দেন।

এদিকে চাঞ্চল্যকর এই মামলার শুনানিকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো আদালত ভবন চত্বর নিরাপত্তার চাদরে ডেকে দেয়া হয়। মোতায়েন করা হয় বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। তল্লাশি করে বিচারপ্রার্থীদের প্রবেশ করতে দেয়া হয়।

তবে এই মামলার শুনানিতে নিরাপত্তাজনিত কারণে চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করা হয়নি।
আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীদের কঠোর নিরাপত্তা পাহারায় আদালতের কার্যক্রম অংশ নিতে সহযোগিতা করে আইন শৃঙ্খলা বাহিনী।

গত ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। এর কয়েক দিন পর গত ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এ মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়।

রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত ২৫ নভেম্বর ঢাকায় গ্রেপ্তার করা হয়। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবীর সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করা হয়। এরপর থেকে কারাগারে আছেন চিন্ময়।

সংঘর্ষ এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকান্ডের ঘটনায় এ পর্যন্ত ৫ টি মামলা হয়েছে। এতে গ্রেপ্তার হয়েছে ৪০জন। এরমধ্যে হত্যাকান্ডের ঘটনায় দায়ের করা মামলায় ৩ জন আদালতে স্বীকারোক্তি মুলক জবাব বন্দী দিয়েছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর