মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন

ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন।

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১০ বার পঠিত
আপডেট : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ৮:৩৮ অপরাহ্ণ

কে এইচ মহসিনঃ- বান্দরবান জেলার লামা উপজেলার শিল্পনগরী আজিজনগরে পালিত হয় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। আজিজনগর চাম্বি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৪ জানুয়ারি বিকাল ৩ ঘটিকায় সময় কেক কাটার মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সূচনা করা হয়।

ছাত্রদলের সভাপতি মোবারক হোসেন এর সভাপতিত্বে জোবায়ের হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ৩০০নং আসনের সাবেক এমপি বান্দরবানের রাজপুত্র বাবু সাচিং প্রু জেরি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওসমান গণি প্রফেসার, সহ-সভাপতি আজিজনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নাজেমুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি সাশৈপ্রু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল শুক্কুর, সাধারণ সমাপাদক – আবু তাহের, মুজিবুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম,জেলা মহিলা দলের সভাপতি কাজি নিরুতাজ বেগম, সিনিয়র সহ সভাপতি উম্মে কুলছুম লিনা, উপজেলা বিএনপির সভাপতি আমির হোসেন আমু, বাবু থোয়াইনু মার্মা জেলা যুবদলের সভাপতি আরিফুল ইসলাম, জেলা, উপজেলা ও আজিজনগর সাংগঠনিক উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ।

প্রধান অতিথি সাচিং প্রু জেরি বলেন- বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান, তাহার দেওয়া ৩১ দফা বাস্তবায়নে আমাদের সকলকে আগামী সরকার গঠনে কাজ করতে হবে। বক্তব্য রাখেন- অধ্যাপক ওসমান গনি, জাহাঙ্গীর আলম, আলহাজ্ব নাজেমুল ইসলাম।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর