শিক্ষক তুমি মহান সম্মানিত
সমাজকে কর আলোকিত
তবু কেন আজও শিক্ষক লাঞ্ছিত?
শিক্ষক জাতির কর্ণাধার
করতে হবে তাদের সম্মানিত
শিক্ষক তুমি সত্য পথের যাত্রী
নিয়ম নীতি শিখছে ছাত্র ছাত্রী।
শিক্ষক তুমি জাতির শক্তি
তুমি মানুষ গড়ার কারিগর
তোমার হৃদয় জ্ঞানের বাতিঘর
তুমি আলোকিত জীবনের ছবি
হাতে ধরে শিখাও মধুর ভাষ্যে সবি
কখনো কঠোর কখনো ক্ষমাশীল
দেখাও রঙিন স্বপ্ন সফল
ছাত্র শিক্ষকের মধুর স্মৃতি
রয়ে যায় চিরকাল সততার প্রতিচ্ছবি।