মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
ঐতিহ্যবাহী হযরত বদর শাহ (রহ.)জামে মসজিদ পুনঃনির্মাণ কাজের উদ্বোধন। চলমান বৈশ্বিক সংকটেও দেশের খাদ্য নিরাপত্তা সুরক্ষিত চারদিনেই ১০০ মিলিয়ন আয় করবে ক্যাপ্টেন আমেরিকা চলে গেলেন পরিচালক রায়হান রাফির বাবা দেশের অর্থনীতির প্রায় সব সূচক নিম্নমুখী চট্টগ্রামে সিডিএ নিউ হকার্স মার্কেট সমিতির কার্যালয়ে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন ১০ বছর পর দেশব্যাপী শুরু হলো অর্থনৈতিক শুমারি চীনের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক ক্ষমতার বিকেন্দ্রীকরণে জোর, নির্ধারিত সময়েই সংবিধান সংস্কারের প্রতিবেদন ঢাকার বায়ু আজ খুব অস্বাস্থ্যকর, দূষণে বিশ্বে দ্বিতীয়

অগণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ বেশিদিন চলতে পারে না।

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১১ বার পঠিত
আপডেট : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ১২:৩৫ অপরাহ্ণ

রাজনীতি ডেস্ক:-প্রয়োজনীয় সংস্কার করে চলতি বছরেই জাতীয় নির্বাচন সম্পন্ন করা অত্যন্ত জরুরি বলে মনে করে বিএনপি।

রোববার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারে বৈঠকের পর দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেছেন।

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, “বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সবার মনে প্রশ্ন আছে সেই বিষয়গুলো বিশেষভাবে আলোচিত হয়েছে। একটি হচ্ছে নির্বাচন- কবে নির্বাচন হতে যাচ্ছে? আমাদের ভাবনা কী? সংস্কারের ব্যাপারে যে আলোচনা, সেই সংস্কারের ব্যাপারে আমাদের ভাবনা কী? মূলত নির্বাচনের রোডম্যাপ এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে।

“আমাদের পক্ষ থেকে আমরা যেটা বলে আসছি, এই বছরের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি। অন্য কোনো ভাবনার দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে গিয়ে দেশে আগামী দিনে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য।”

খসরু বলেন, “অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশ বেশিদিন চলতে পারে না। অগণতান্ত্রিক সরকারের রাজনৈতিক ওয়েট থাকে না, মোবিলাইজেশন প্রসেস থাকে না, জনগণের সাথে সংশ্লিষ্টতা থাকে না। জনগণের কাছ থেকে কোনো ফিডব্যাক পাওয়া যায় না। সুতরাং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যত তাড়াতাড়ি ফিরে যাওয়া সম্ভব, সেদিকে আমরা জোর দিয়েছি।”

রো্ববার বিকাল সাড়ে ৩টায় ইইউ রাষ্ট্রদূতের গাড়ি গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করে।

প্রায় এক ঘণ্টার বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর