চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফকিরহাট এলাকায় অভিযান পরিচালনা করে ২২৪ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে র্যাব-৭।
গতকাল শনিবার বিকেলে গোপন সোর্সের খবরে বিশেষ তল্লাশী অভিযান চালিয়ে এসব মাদকসহ তাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করে র্যাব।
গ্রেপ্তার দুজন হলেন, কুমিল্লা চৌদ্দগ্রাম জিনিতকরা এলাকার মৃত নরু মিয়ার ছেলে ইউসুফ (৩২) ও সীতাকুণ্ডের দক্ষিণ ছলিমপুর এলাকার মৃত হামিদুর রহমানের ছেলে ও রুকন মেম্বার গ্ৰুপের সক্রিয় সদস্য।
মো. মুসা (৩৮)।
রবিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আটক দুজন প্রাইভেটকার ব্যবহার করে কুমিল্লার সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল ও গাঁজা সংগ্রহ করেন।
পরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী এবং মাদকসেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে থাকেন। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার মাদকের চালানসহ হাতেনাতে আটক করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।