মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
ঐতিহ্যবাহী হযরত বদর শাহ (রহ.)জামে মসজিদ পুনঃনির্মাণ কাজের উদ্বোধন। চলমান বৈশ্বিক সংকটেও দেশের খাদ্য নিরাপত্তা সুরক্ষিত চারদিনেই ১০০ মিলিয়ন আয় করবে ক্যাপ্টেন আমেরিকা চলে গেলেন পরিচালক রায়হান রাফির বাবা দেশের অর্থনীতির প্রায় সব সূচক নিম্নমুখী চট্টগ্রামে সিডিএ নিউ হকার্স মার্কেট সমিতির কার্যালয়ে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন ১০ বছর পর দেশব্যাপী শুরু হলো অর্থনৈতিক শুমারি চীনের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক ক্ষমতার বিকেন্দ্রীকরণে জোর, নির্ধারিত সময়েই সংবিধান সংস্কারের প্রতিবেদন ঢাকার বায়ু আজ খুব অস্বাস্থ্যকর, দূষণে বিশ্বে দ্বিতীয়

টাইব্রেকারে আর্সেনালকে হারালো ১০জনের ইউনাইটেড

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১১ বার পঠিত
আপডেট : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ১:৪৩ অপরাহ্ণ

স্পোর্টস রিপোর্টার:-প্রথমার্ধে গোলশূন্য লড়াই শেষে দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। সমতায় ফিরতে অবশ্য খুব বেশি সময় নেয়নি আর্সেনাল।

তবে বাকি সময় ইউনাইটেডকে ১০ জনের দল পেয়েও গোল করতে পারেনি তারা। এরপর অতিরিক্ত সময়ে ড্রয়ের পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

সেখানে ব্যবধান গড়ে দেয় ইউনাইটেড। এমিরেটস স্টেডিয়ামে গতকাল রাতে তৃতীয় রাউন্ডের ম্যাচে নির্ধারিত সময়ে ১-১ ব্যবধানে আর্সেনালের সঙ্গে ড্র করে ইউনাইটেড।

অতিরিক্ত সময়েও থাকে এই ফলাফল। টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জিতে এফএ কাপের শেষ ষোলো নিশ্চিত করে আমুরির দল।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৫২তম মিনিটে এগিয়ে যায় ইউনাইটেড। ডান দিক থেকে আক্রমণে গিয়ে আলেহান্দ্রো গার্নাচো খুঁজে নেন ব্রুনো ফের্নান্দেসকে। একজনকে কাটিয়ে সহজেই জাল খুঁজে নেন পর্তুগিজ তারকা। নয় মিনিট পর মিকেল মেরিনোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড ও লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ইউনাইটেডের দিয়েগো দালতকে।

দশ জনের ইউনাইটেডের বিপক্ষে সুযোগ নিতে বেশি সময় নেয়নি আর্সেনাল। ৬৩তম মিনিটে তাদের এগিয়ে নেন গাব্রিয়েল মাগালেস। ইউনাইটেডের বক্সের মধ্যে জটলায় বল খুঁজে নিয়ে জালে পাঠান ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার। কিছুক্ষণ পর এগিয়ে যাওয়ার সুযোগ পায় আর্সেনাল। প্রতিপক্ষেরে বক্সে কাই হাভার্টজকে ফাউল করেন ম্যাগুইয়ার। পেনাল্টি পায় গানার্সরা। কিন্তু মার্টিন ওডেগার্ডের স্পট কিক ঠেকিয়ে দেন ইউনাইটেড গোলরক্ষক।

পরে আর এগোতে পারেনি আর্সেনাল। একই দশা হয় ইউনাইটেডেরও। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ড্র হলে আসে টাইব্রেকারের সময়। পেনাল্টি শুটআউটে ইউনাইটেড পাঁচ শটের সবগুলোই জালে পাঠায়। আর্সেনাল সফল হয় তিনটিতে; কাই হাভার্টজের দুর্বল শট ঠেকিয়ে দেন বায়িনদির। আর বিজয়ের উল্লাসে মাতে আমুরির শিষ্যরা।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর