বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন

চট্টগ্রামে টহল পুলিশের উপর হামলা গ্রেপ্তার ২।

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১১ বার পঠিত
আপডেট : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ণ

এস এম ইরফান (চট্টগ্রাম):-চট্টগ্রাম নগরের চান্দগাও এলাকায় চেকপোস্টে সিএনজি অটোরিকশা তল্লাশির সময় পুলিশের ওপর হামলার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে চান্দগাও থানা পুলিশ।

চান্দগাও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল রাতে নগরীর চান্দগাও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই মো. হাবিবুর রহমান, এএসআই অসিত নাথ, কনস্টেবল আব্দুস সাত্তার, মো. আমিরুল ইসলাম এবং ফরিদ শেখ। পরে চান্দগাও থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে ঘটনা স্থল থেকে হামলাকারদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন বায়েজিদ কুঞ্জছায়া আবাসিক এলাকার মনছুর আহমেদ এর ছেলে মো. মোরশেদ (৩১) ও বোয়ালখালী জব্বার সওদাঘর বাড়ির শামসুল আলমের ছেলে মো. করিম (৩৮)। গতকাল রাত পৌনে ৮টার দিকে ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ওসি মো. আফতাব উদ্দিন বলেন, মোহরা পুলিশ বক্সের সামনে নিয়মিত চেকপোস্টে তল্লাশি চলাকালে সিএনজিতে অবস্থানরত দুজন পুলিশের ওপর হামলা করে। একপর্যায়ে তারা পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পাঁচ পুলিশ সদস্য আহত হন।

 

এই বিষয়ে চান্দগাও থানার ওসি আফতাব উদ্দিন বলেন: গ্রেপ্তারদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, পুলিশের উপর হামলা ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর