সেনবাগ(নোয়াখালী) প্রতিনিধি: সেনবাগের স্বনামধন্য মানবিক সংগঠন সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় পরিচালিত নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫ নং অর্জুনতলা (প্রস্তাবিত ছিলোনিয়া) ইউনিয়নের শিক্ষার মানোন্নয়নে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে নতুন দিগন্ত উন্মোচনের দায়িত্ব নিতে যাচ্ছেন, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, সর্বজন শ্রদ্ধেয় মোঃ আবদুস ছাত্তার বিএসসি। যিনি এবার চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে, আগামী ১৮ জানুয়ারী ২০২৫ তারিখ থেকে যোগদান করতে যাচ্ছেন, সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় পরিচালিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমী-তে।
সেনবাগ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃত এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি, জনাব মোঃ আবদুস ছাত্তার দীর্ঘ প্রায় চার দশকের অধিক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা নিয়ে এই প্রতিষ্ঠানে নতুন যুগের সূচনা করতে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে পরিচালিত প্রতিষ্ঠানগুলো শিক্ষার গুণগত মানে বরাবরই দৃষ্টান্ত স্থাপন করেছে।
আরবী, ইংরেজি এবং বাংলা মাধ্যমের সমন্বয়ে প্রণীত সম্পূর্ণ নিজস্ব নতুন ও আধুনিক শিক্ষা কারিকুলামের মাধ্যমে সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমি শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে। প্রতিষ্ঠানের লক্ষ্য হলো দেশ-সেরা হাই স্কুল, কলেজ, এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির উপযোগী মেধাবী প্রজন্ম তৈরি করা।
এছাড়া, ভবিষ্যতে ডাক্তার, প্রকৌশলী, সরকারি-বেসরকারি কর্মকর্তা কিংবা বিভিন্ন পেশাজীবী হিসেবে শিক্ষার্থীরা যেন নিজেদের সফলতার সাথে প্রতিষ্ঠিত করতে পারে, একাডেমি সেই লক্ষ্যেও কাজ করবে।
জনাব মোঃ আবদুস ছাত্তার স্যারের শিক্ষা এবং নেতৃত্বের দক্ষতা প্রতিষ্ঠানটির জন্য এক অনন্য সম্পদ। তাঁর সুদীর্ঘ অভিজ্ঞতা, গভীর দৃষ্টিভঙ্গি এবং শিক্ষার প্রতি অটুট ভালোবাসা একাডেমির শিক্ষার্থীদের সাফল্যের সোপানে পৌঁছাতে সহায়ক হবে।
জনাব সাত্তার স্যারের এই দায়িত্ব গ্রহণ এই শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করবে বলে মন্তব্য করেছের সৈয়দ হারুন ফাউন্ডেশনের চেয়ারম্যান, টপস্টার গ্রুপের এমডি,মানবিক ব্যক্তিত্ব লায়ন সৈয়দ হারুন এমজেএফ।
তিনি বলেন এটি প্রমাণিত যে, অভিজ্ঞ ও মেধাবী শিক্ষাবিদরা নতুন প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তাঁর যোগদান ৫নং ইউনিয়নসহ পুরো এলাকার জন্য গর্বের বিষয়।
জনাব হারুন আরো বলেন -সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমি সুশিক্ষিত এবং সুনাগরিক প্রজন্ম তৈরিতে সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ।
এই প্রতিষ্ঠানের মাধ্যমে ৫ নম্বর ইউনিয়ন কে নোয়াখালীর অন্যতম শিক্ষাবান্ধব এলাকায় রূপান্তরিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়া জনাব সাত্তার স্যারের সুযোগ্য নেতৃত্বে সৈয়দ রুহুল আমিন একাডেমি শীঘ্রই সাফল্যের এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।