শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

শনির আখড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় বাসের হেলপার নিহত

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৫ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ণ

জাতীয় ডেস্ক:-রাজধানীর শনির আখড়ায় দাঁড়িয়ে থাকা গ্রিন লাইন পরিবহনের একটি বাসে দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় এক হেলপার নিহত হয়েছেন।

নিহত হেলপারের নাম মো. সুজন (৩০)। বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজনের সহকর্মী রাসেল বলেন, সুজন গ্রিন লাইন পরিবহনের হেলপার ছিলেন। রাতে শনির আখড়ায় একটি পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগামী কাভার্ডভ্যান বাসে সজোরে ধাক্কা দেয়। এতে সুজন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর