বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন

১০৪ জন অবৈধ অভিবাসী ভারতীয়কে নিয়ে অমৃতসরে নামল মার্কিন বিমান

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৮ বার পঠিত
আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৫৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক:-যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো ১০৪ জন ভারতীয় নাগরিককে বহনকারী মার্কিন সামরিক উড়োজাহাজটি অবশেষে পাঞ্জাবে অবতরণ করেছে। তারা সকলেই অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন এবং সম্প্রতি নির্বাসিত হয়েছেন।

পাঞ্জাবের স্থানীয় প্রশাসন তাদের স্বাগত জানানোর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। ফেরত আসা নাগরিকদের প্রক্রিয়াকরণ সহজ করতে বিমানবন্দরে বিশেষ কাউন্টার স্থাপন করা হয়।

ভারতীয় কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে যে তাদের প্রতি “বন্ধুত্বপূর্ণ” মনোভাব বজায় রাখা হবে এবং তারা যথাযথ যত্ন পাবেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের যে ঘোষণা দিয়েছে এই পদক্ষেপ তারই প্রতিফলন।

মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ প্রায় ১৮ হাজার ভারতীয় নাগরিককে চিহ্নিত করেছে, যারা অবৈধভাবে দেশটিতে প্রবেশ করেছেন বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প দাবি করেছিলেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে আশ্বস্ত করেছিলেন, ভারত এই প্রক্রিয়াকে সহযোগিতা করবে।

যারা ফিরে এসেছেন, তারা পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ এবং গুজরাটসহ বিভিন্ন রাজ্যে যাবেন। তাদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা নিরাপদে নিজেদের বাড়িতে পৌঁছতে পারেন।

ভারতীয় নাগরিকদের জন্য এমন নির্বাসন নতুন নয়। ২০২৪ সালে হাজারের বেশি ভারতীয়কে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চার্টার্ড ও বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে ফেরত পাঠানো হয়েছে।

নতুন করে দেশে ফিরে আসা এসব নাগরিকের জন্য এটি একটি নতুন অধ্যায়ের সূচনা। তারা কীভাবে এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেন, সেটাই এখন দেখার বিষয়।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর