শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন

ভারতের কুম্ভ মেলার পথে ৩০০ কিলোমিটারের যানজট

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২০ বার পঠিত
আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:০৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক:-ট্রাফিক জ্যামের কারণে কয়েক হাজার পূণ্যার্থী ভারতের উত্তর প্রদেশ রাজ্যের প্রয়াগরাজের মহাকুম্ভ মেলার দিকে রওনা দিয়েছিলেন। কিন্তু ব্যাপক যানজটের কারণে তারা মহাসড়কে আটকে পড়েছেন।

জানা যাচ্ছে, প্রয়াগরাজগামী সড়কগুলোতে কয়েকশ কিলোমিটারের যানজট সৃষ্টি হয়েছে। আটকে থাকা যানবাহনের সারি প্রায় ৩০০ কিলোমিটারে গিয়ে পৌঁছেছে।

খবর এনডিটিভির।

ধারণা করা হয়েছিল, বসন্ত পঞ্চমীর অমৃত স্নানের কয়েক দিন পর ভিড় কমতে পারে।

তবে বাস্তবে তার ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে, কারণ হাজার হাজার মানুষ এখনও পবিত্র স্নানের জন্য প্রয়াগরাজের পথে রওনা দিচ্ছেন।

যানজট নিয়ন্ত্রণ করতে গিয়ে হিমশিম খেয়ে পার্শ্ববর্তী মধ্যপ্রদেশের কয়েকটি জেলার পুলিশ প্রয়াগরাজগামী একটি রুটে যান চলাচল বন্ধ করে দিয়েছে।

পুলিশকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়াগরাজের দিকে আজ যাওয়া একেবারেই অসম্ভব, কারণ সেখানে ২০০-৩০০ কিলোমিটার দীর্ঘ যানজট রয়েছে।

রেওয়া অঞ্চলের দায়িত্বে থাকা ইন্সপেক্টর জেনারেল সাকেত প্রকাশ পান্ডে বলেন, সাপ্তাহিক ছুটির কারণে যানজট তৈরি হয়েছে। তিনি বলেন, দুই-এক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। যানবাহনগুলো শুধুমাত্র প্রয়াগরাজ প্রশাসনের সঙ্গে সমন্বয়পূর্বক চলাচলের অনুমতি পাচ্ছে।

যানজটে আটকে থাকা এক ব্যক্তি বলেন, তিনি জানতে পেরেছেন যানবাহনগুলো ৪৮ ঘণ্টা ধরে আটকে রয়েছে। মাত্র ৫০ কিলোমিটার পথ অতিক্রম করতেই প্রায় ১০-১২ ঘণ্টা লাগছে।

বারাণসি, লক্ষ্ণৌ ও কানপুর থেকে প্রয়াগরাজগামী রাস্তাগুলোতে ২৫ কিলোমিটার পর্যন্ত যানজটের খবর পাওয়া গেছে। এমনকি মহা কুম্ভ উৎসবের আয়োজক শহরের ভেতরেও প্রায় সাত কিলোমিটার দীর্ঘ যানজট দেখা গেছে।

অযাচিত ঘটনা এড়াতে প্রয়াগরাজ রেলওয়ে স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।

 

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর