আব্দুল ওহাব(সোহেল),চট্টগ্রাম (প্রতিনিধি):চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার বলুয়ার দীঘির কলোনির পাঁচ কক্ষ বিশিষ্ট একটি কাঁচা বসতবাড়িতে আগুনে পুড়ে মারা গেছেন দুই ব্যক্তি। এতে আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ অগ্নিকান্ডের সূচনা হয়। ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। হাসপাতালে ভর্তি হওয়া আহত তিনজন হলেন- ফয়সাল (১৯), সোহান (১৯) ও শাহীন (২২)।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক জানান, বলুয়ার দীঘির পশ্চিম পাড়ে জাফর সওদাগর কলোনির একটি কাঁচা বসতবাড়িতে সকালে আগুন লাগার খবর পান তারা।ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মারা যান। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে এক কক্ষবিশিষ্ট পাঁচটি ঘর পুরো এবং চারটি ঘরের আংশিক পুড়ে গেছে।
দুই ঘন্টার চেষ্টায় সকাল সাড়ে আটটায় আগুন নিয়ন্রনে আসে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান ১৫ লাখ টাকা।