সাগর চক্রবর্তী কমল খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার মাটিরাঙ্গা জোনের আওতাধীন নাইক্যাপাড়া আর্মি ক্যাম্পের দেওয়ান পাড়া এলাকায় স্থানীয় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ প্রদান ও শিক্ষা উপকরণ বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকাল ৯টা থেতে দুপুর ১টা পর্যন্ত ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের আওতাধীন নাইক্যাপাড়া আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ দেওয়ানপাড়া এলাকায় স্থানীয় পাহাড়ী জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান এবং দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করা হয়।
উক্ত চিকিৎসা সেবা ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনেরমে ডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ মুঈদ-উল করিম চৌধুরী স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবাও ঔষধ প্রদান এবং শিক্ষা উপকরণ বিতরণ করেন। উক্ত কর্মসূচিতে দুই শতাধিক অসহায় দরিদ্র পাহাড়ি উপজাতি নারী ও পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ মুঈদ-উল করিম চৌধুরী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবিক চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।