সেনবাগ(নোয়াখালী)প্রতিনিধি: নির্বাচিত জনপ্রতিনিধিরাই পার্লামেন্টে ঠিক করবে কতটুকু সংস্কার হবে,স্থানীয় সরকার নির্বাচন কবে হবে।তাই অবিলম্বে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে দ্রুত নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন সাবেক বিরোধী দলীয় চীফহুইপ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চায় না,বিএনপি এমন নির্বাচন চায় না যেখানে দিনের ভোট রাতে হয়ে যায়,তারেক রহমান এমন নির্বাচন চান না যেখানে ১৫৪ জন বিনা ভোটে নির্বাচিত হয়ে যায়।
শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পূর্বে সেনবাগ জেলা পরিষদ মার্কেটের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জনাব জয়নুল আবদিন ফারুক এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের উদ্যেশ্যে জনাব ফারুক বলেন নির্বাচন যত দেরিতে দিবেন দেশ নিয়ে তত বেশি ষড়যন্ত্র হবে।তাই কিছু কিছু মহল আগে স্থানীয় সরকার নির্বাচন চায়,এসব টালবাহানা বিএনপি মানবেনা,বিএনপি আপনাদেরকে সমর্থন করেছে,এ সমর্থন অব্যাহত থাকবে। আপনাদের মনে রাখতে হবে বিএনপির ১৬ বছরের আন্দোলন এবং ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে আপনারা আজকে ক্ষমতায়, সুতরাং এমন একটি নির্বাচন দিন যেই নির্বাচনে জনগণের পছন্দের দল দেশ পরিচালনার দ্বায়িত্ব নিতে পারে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ন ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আমিন উল্যাহ বিএসসি, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবু ইউসুফ মজুমদার, পৌর বিএনপির আহবায়ক আবদুল হান্নান লিটন,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, বিএনপি নেতা নুর নবী বাচ্চু, বিএনপি নেতা এডভোকেট বেলায়েত হোসেন, বিএনপি নেতা আবুল বাহার,বিএনপি নেতা রহিম উল্যাহ চৌধুরী সুজন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাজী জাফর আহম্মদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মির্জা মোস্তফা, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সুলতান সালাউদ্দীন লিটন, সাবেক সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মহিন উদ্দিন মহিন, পৌর যুবদলের আহবায়ক মোকাররম হোসেন, সদস্য সচিব ইমরান হোসেন স্বপন,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুর নবী রাজু, উপজেলা ছাত্রদলের আহবায়ক সানা উল্যাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুল হাসান তুহিন, পৌর শ্রমিক দলের সভাপতি মহিন উদ্দিন প্রমুখ।
সমাবেশ শেষে সাবেক বিরোধী দলীয় চীফহুইপ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে বিশাল র্যালী নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।