বুধবার, ১২ মার্চ ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

চট্টগ্রামে আবদুল্লাহ আল নোমানের জানাজা শুক্রবার

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২১ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:২৬ অপরাহ্ণ

জাতীয় ডেস্ক:-বিএনপির ভাইস চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমানের মরদেহ জন্মস্থান চট্টগ্রামে আনা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে হেলিকপ্টার যোগে তার মরদেহ ঢাকা থেকে চট্টগ্রাম আনা হয়।

বিকালে সাড়ে তিনটায় নোমানের মরদেহবাহী হেলিকপ্টার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অবতরণ করে। হেলিকপ্টার থেকে নামিয়ে আবদুল্লাহ আল নোমানের মরদেহ অ্যাম্বুলেন্স যোগে কাজির দেউড়ি ভিআইপি টাওয়ারের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে বাসার পার্কিং প্যালেসে দর্শনার্থীদের জন্য রাখা হয়। এ-সময় সেখানে দলীয় নেতাকর্মী ও স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন।

আবদুল্লাহ আল নোমানের একান্ত সচিব নুরুল আজিম হিরু দেশ রূপান্তরকে বলেন, ‘শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে, সকাল নয়টায় ইস্ট ডেলটা বিশ্ববিদ্যালয়ে এবং সকাল ১১টায় নুর আহমদ সড়কের নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে মরদেহ রাখা হবে।’

তিনি জানান, শুক্রবার বাদে জুমা জামিয়াতুল ফালাহ ময়দানে এবং বাদে আসর রাউজানের গহিরা হাইস্কুল মাঠে আবদুল্লাহ আল নোমানের জানাযা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর