শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে‘মার্চ ফর গাজায়’অংশ নেবেন নেতারা গণতান্ত্রিক সরকার ছাড়া দেশের বৈষম্য কমবে না: মিন্টু নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পেটাল স্বেচ্ছাসেবক দল নেতাকে সিলেটে বাটার লুণ্ঠিত জুতা ফেসবুকে পোস্ট করে বিক্রির চেষ্টা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ফ্রান্সের পরিকল্পনা ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ চীনা পণ্যে উচ্চ শুল্ক ট্রাম্পের, বাংলাদেশের সামনে সুযোগ গাজার ৫০ শতাংশ ইসরাইলের দখলে, নিজভূমে পরবাসী ফিলিস্তিনিরা ফিলিস্তিনিদের বাঁচানোর জন্য‘বেশি সময় হাতে নেই’: জাতিসংঘ বজ্রপাত-ভারী বৃষ্টিতে ভারত ও নেপালে শতাধিক মৃত্যু ৯ বছর পর ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি তরুণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনও যুদ্ধের জন্য প্রস্তুত চীন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৯ বার পঠিত
আপডেট : বুধবার, ৫ মার্চ, ২০২৫, ১১:২০ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক:- কানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়টি নিয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেলাদিন ধরেই হুমকি দিয়ে আসছিলেন।

সেটি বাস্তবায়িত হওয়ার পর কানাডা ও চীনও হুঁশিয়ারি দিয়েছে। কানাডা স্পষ্ট জানিয়ে দিয়েছে—যদি আমেরিকা তাদের পণ্যে শুল্ক আরোপ করে, তাহলে তারা পাল্টা ব্যবস্থা নেবে।

আর বেইজিং বলেছে, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধই চায় চীন প্রস্তুত রয়েছে।

মঙ্গলবার ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় রাত ১২টা থেকে কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক ও চীনের ওপর নতুন ১০ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে।

মূলত, শুল্ক আরোপের তীব্র প্রতিক্রিয়ায় বেইজিং যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করতে গিয়ে যুদ্ধের বিষয়টি টেনে এনেছে।

নিউ ইয়র্ক পোস্ট, বিবিসিসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোয় এ বিষয়ে বড় শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনগুলো থেকে জানা গেছে, মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্যের পর বুধবার (৫ মার্চ) যুক্তরাষ্ট্রে অবস্থিত চীনা দূতাবাসের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে ‘যুক্তরাষ্ট্র যুদ্ধ চাইলে প্রস্তুত চীন’এমন কথা জানানো হয়।

যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে বেইজিং বলেছে, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ চায়, তা সে শুল্ক যুদ্ধ হোক, বাণিজ্য যুদ্ধ হোক বা অন্য যেকোনো ধরণের যুদ্ধ; আমরা শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত।

ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে চীন। নিজেদের ওপর আসা শুল্ক আরোপের কড়া প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, নিজেদের স্বার্থ রক্ষার জন্য মার্কিন কৃষি খাদ্যপণ্যে ১৫ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে। সমস্যা সমাধানে তিনি বিলম্ব না করে ওয়াশিংটনকে বেইজিংয়ের সঙ্গে সংলাপের আহ্বান জানান।

এদিকে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ঘোষণা করেছেন, চলতি বছর তার দেশ প্রতিরক্ষা ব্যয়ে ৭ দশমিক ২ শতাংশ বৃদ্ধি করবে। তিনি সতর্ক করে বলেছেন, গত এক শতাব্দীতে বিশ্বজুড়ে কিছু অদৃশ্য পরিবর্তন দ্রুত গতিতে ঘটছে। প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি প্রত্যাশিত ছিল।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর