শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

চুনতি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৬ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৫:৫৬ অপরাহ্ণ

লোহাগাড়া ( চট্টগ্রাম ) প্রতিনিধি :চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে সামাজিক সংগঠন এর সদস্যদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ৫ মার্চ ) সন্ধ্যায় চুনতির পানত্রিশায় আযোজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর লোহাগাড়া উপজেলার সাংগঠনিক সম্পাদক ও চুনতি ইউনিয়ন আমির মাওলানা সলিম উল্লাহ, চুনতি ইউনিয়নের সংগ্রামী সেক্রেটারি মাস্টার মাহাবুবর রহমান,চুনতি ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক রেজাউল বাহার রাজা প্রমুখ।

চুনতি ইউনিয়ন আমির মাওলানা সলিম উল্লাহ বলেন,
রমজানে সিয়াম পালন শুধু আমাদের জন্য নয় বরং পূর্ববর্তীদের জন্যও অত্যাবশ্যকীয় ছিল। আমরা যাতে তাকওয়া অর্জন করতে পারি, সেজন্যই রোজা আমাদের জন্য ফরজ করা হয়েছে।

তাই পবিত্র রমজান মাসে সিয়াম ও কিয়াম পালনের মাধ্যমে তাকওয়ার সমাজ প্রতিষ্ঠায় সবাইকে আত্মনিয়োগ করতে হবে। ইফতার পূর্ব আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন উপজেলা শ্রমিক কল্যাণের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ছমি উদ্দিন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর