মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন

হাতিয়ায় যৌথ অভিযানে এক দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্টগার্ড

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৪ বার পঠিত
আপডেট : সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২:৪৮ অপরাহ্ণ

হাতিয়া উপজেলা (নোয়াখালী): নোয়াখালীর হাতিয়ায় যৌথ অভিযানে আকবর হোসেন (৫০) নামে এক দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্টগার্ড। আটককৃত দুষ্কৃতকারী হাতিয়া পৌরসভা যুবলীগের সহ-সভাপতি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে পরে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

এর আগে রোববার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন হাতিয়া স্টেশন এবং পুলিশের সমন্বয়ে উপজেলার মোতালেব মিয়ার পোল সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। এসময় মোঃ আকবর হোসেন নামের এই দুষ্কৃতিকারীকে আটক করা হয় বলে জানান কোস্ট গার্ডের মিডিয়া দপ্তর। আটককৃত ব্যক্তি হাতিয়া পৌরসভা ৫নং ওয়ার্ডের জামাল উদ্দিনের ছেলে।

বিসিজি স্টেশন কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর