শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

আবর্জনার স্তূপের নিচে মিলল মুখ বাঁধা যুবকের মরদেহ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৩ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ২:৪৯ অপরাহ্ণ

জাতীয় ডেস্ক:- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মহাসড়কের পাশে আবর্জনার স্তূপের নিচ থেকে কাপড়ে মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মহেশপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, সকালে মহেশপুর এলাকায় মহাসড়কের পাশে আবর্জনার নিচে মুখে কাপড় বাঁধা অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

ওই যুবকের মুখ-মাথার একদিকে থেতলানো ছিল।

তিনি আরও জানান, আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।

এ ঘটনায় সিআইডির সহায়তা চাওয়া হয়েছে। রংপুর থেকে সিআইডির একটি দল ঘটনাস্থলে আসছে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর