শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৪১ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ১২:১০ অপরাহ্ণ

মাইন উদ্দিন বাবলু,গুইমারা খাগড়াছড়ি প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখার আয়োজনে সোমবার গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলের আয়োজন ছিলো অত্যন্ত সফল এবং সুসজ্জিত।

উপজেলা জামায়াতের মিডিয়া সম্পাদক আবু বকরের সঞ্চালনায় এবং উপজেলা আমির ডাক্তার রফিকুল ইসলামের সভাপতিত্বে এই মাহফিলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী এয়াকুব আলী চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্র শিবিরের সভাপতি মাইন উদ্দিন, জেলা জামায়াতে কর্ম পরিষদ সদস্য ও মাটিরাঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল হাশেম।

বক্তারা তাদের আলোচনায় আল্লাহর জমিনে দ্বীন কায়েম ও একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান। তারা জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় দিয়ে বাংলাদেশে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সকলকে একযোগে কাজ করার দৃঢ় আহ্বান জানান।

এই মাহফিলের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং ধর্মীয় মূল্যবোধের প্রসারেও গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানটি গভীরভাবে ধর্মীয় অনুভূতির সাথে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারীদের মধ্যে একটি অভিন্ন আত্মিক বন্ধন তৈরি হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর