শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ন

রামগড়ে এক শিক্ষার্থীকে অপহরণের দায়ে ২জন গ্রেফতার

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৪৪ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৬:৫৩ অপরাহ্ণ

শুভাশীষ দাশ প্রতিনিধি রামগড়( খাগড়াছড়ি):খাগড়াছড়ির রামগড় উপজেলায় প্রাইভেট পড়তে গিয়ে রাস্তায় অপহরণের শিকার হয় এগার বছরের এক শিক্ষার্থী। অভিভাবকের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ (দুই) জনকে আটক করেছে রামগড় থানা পুলিশ।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রামগড় থানাধীন তৈচালাপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রামগড় পৌরসভাস্থ তৈচালাপাড়া এলাকার মৃত কালী কুমার ত্রিপুরার ছেলে রাজু ত্রিপুরা (৪২) ও একই এলাকার মাধু মিয়ার ছেলে বাবুল মিয়া মুন্না (২৬)। জানা গেছে বাবুল মিয়া (অটোরিক্সা চালক) ও রাজু ত্রিপুরা পাশাপাশি গ্রামে বসবাস করে।

শিক্ষার্থীর পারিবারিক সূত্র জানায় গত রবিবার (১৬ মার্চ) সকাল আনুমানিক ৮টার দিকে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের ১১ বছর বয়সী ওই শিক্ষার্থী প্রতিদিনের ন্যায় প্রাইভেট পড়ার জন্য অটোরিকশা যোগে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ে আশার সময় অপহরণকারীরা শিক্ষার্থীকে স্কুল গেইটে না নামিয়ে দিয়ে জোরপূর্বক অপহরণ করে অন্যত্র নিয়ে যায়। পরে মেয়েটির চিৎকারে আশাপাশের লোকজন এগিয়ে আসলে অপহরণ কারীরা মেয়েটিকে ছেড়ে দিয়ে অটোরিকশা যোগে পালিয়ে যায়।

রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন জানান, ছাত্রীর অভিভাবক আটক দুই ব্যক্তির নামে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় এজাহার দায়ের করলে বিশেষ অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর