সেনবাগ (নোয়াখালী)প্রতিনিধি: ঢাকায় অবস্থানরত নোয়াখালীর সেনবাগের ডমুরুয়া ইউনিয়নের লক্ষীপুর ও কানুচর গ্রামের বাসিন্দাদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার কারওয়ান বাজার স্টার রেস্টুরেন্টে জাকির হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী বিশেষ ট্রাইব্যানালের এ্যাসিসট্যান্ট পাবলিক প্রসিকিউটর এডভোকেট মীর আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপ পরিচালক জনাব মছিউর রহমান মজুমদার।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মিয়া মোহাম্মদ ইলিয়াস।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনাব গিয়াস উদ্দিন, মাঈন উদ্দিন, ইন্জিনিয়ার জনাব বাছির আহমেদ মজুমদার,শাহরিয়ার হোসেন ইফতি,শাহিন আলম,সহ ঢাকায় অবস্থানরত লক্ষীপুর ও কানুচর গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ইফতারের পূর্বে এলাকার প্রয়াতদের মাগফিরাত কামনা এবং উপস্থিত সকলের জন্য দোয়া করা হয়।