স্পোর্টস ডেস্ক:- দীর্ঘদিন শান্ত থাকা নাজমুল হোসেন শান্তর ব্যাট অবশেষে হেসেছে। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে আবাহনী লিমিটেডকে জয় এনে দিয়েছেন তিনি।
একইদিনে সেঞ্চুরি হাঁকিয়েছেন এনামুল হক বিজয়। তবে বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছেন তাসকিন আহমেদ।
লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রান খরচ করেছেন তিনি।
আগের ৪ ইনিংসের একটিতেও ফিফটির দেখা পাননি শান্ত।
তবে আজ দারুণ ছন্দে ছিলেন তিনি। তুলে নিয়েছেন লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি।
আবাহনীর টানা পঞ্চম জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ১২ চার ও ২ ছক্কায় ১০১ রান করে দলকে জয়ের ভিত এনে দেন। তাতে ভর করে বিকেএসপির ৩ নম্বর মাঠে ২৯৩ রান তাড়া করতে নেমে ৪ উইকেটে জিতেছে আবাহনী।
শান্তর মতোই গাজী গ্রুপ ক্রিকেটার্সকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বিজয়। তার দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ৬৫ রানে জয় পেয়েছে গাজী গ্রুপ। তাতে টানা চার ম্যাচ জয়ের পর হার দেখলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। দলকে জয়ের পথে নেওয়ার সময় লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরি তুলে নেন বিজয়। তার অপরাজিত ১৪৯ রানের ইনিংসে ৩৩৬ রানের সংগ্রহ পায় গাজী গ্রুপ।
মোহামেডানের হয়ে বল হাতে লজ্জার রেকর্ড গড়েছেন তাসকিন। ৩ উইকেট পেলেও ১০৭ রান খরচ করে ফেলেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে এত রান বাংলাদেশের আর কোনো বোলার দেননি। আগের রেকর্ডটির যৌথ মালিক শাহাদাত হোসেন ও ইকবাল হোসেন। দুজনই ১০৪ রান খরচ করেছিলেন। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত রেকর্ড গড়েছিলেন। এরপর গত বছর ডিপিএলে তার পাশে বসেন ইকবাল।