শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

মাটিরাঙ্গায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৭ বার পঠিত
আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ২:২৫ অপরাহ্ণ

জাতীয় ডেস্ক:- খাগড়াছড়ি মাটিরাঙ্গায় দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ প্রসিত দলের সদস্য নিহত হয়েছে। তার নাম অন্তিন ত্রিপুরা সুবি (৩৫)।

বুধবার (১৯ মার্চ) সকালে মাটিরাঙ্গা তাইন্দং হেডম্যান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অন্তিন মায়াকুমার পাড়া বাসনা ত্রিপুরার ছেলে।

এ ঘটনা নিহতের বোন তারাপতির আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা জানান, তাদের সাধারণ কর্মীদের ওপর অতর্কিতে হামলা চালালে অন্তিন ত্রিপুরা ঘটনাস্থলে মারা যায়৷ এ ঘটনা জন্য তিনি সন্তু লারমা জেএসএসকে দায়ী করেছেন।

এ বিষয়ে সন্তু লামরা দলের পক্ষ কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ নিয়ে মাটিরাঙ্গা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা জানান, ঘটনাটি শুনেছি।

ঘটনাস্থলটি দুর্গম হওয়ায় নাম ঠিকানা এখনো জানা যায়নি।

তবে পুলিশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

 

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর