শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ছাত্রদল নেতার মৃত্যু

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২২ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ২:২৭ অপরাহ্ণ

রাজনীতি ডেস্ক:- বাঁধ নির্মাণের কাজ নিয়ে ভোলার মনপুরায় দুই পক্ষের সংঘর্ষে আহত সাবেক ছাত্রদল নেতা মো. রাশেদের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ মার্চ) রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

উন্নত চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত মো. রাশেদ (২৭) মনপুরা উপজেলার সাকুচিয়া এলাকার আবুল কালামের ছেলে।

তিনি সাকুচিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে।

স্থানীয় লোকজন, পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুরউদ্দিন বাজার এলাকায় বাঁধ নির্মাণ কাজের ঠিকাদারি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।

বুধবার সকালে এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে রাশেদসহ ১০ জন আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, গুরুতর আহত অবস্থায় রাশেদকে প্রথমে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। এ অবস্থায় স্বজনরা রাশেদকে নিয়ে ঢাকায় যাওয়ার পথে রাত ৯টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির রাশেদ বলেন, এ ঘটনায় মনপুরা থানায় একটি হত্যা মামলা হয়েছে। পরে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর