সেনবাগ(নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ পৌর এলাকার মসজিদের খতিব, ইমাম, মোয়াজ্জেমদের পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে উপহার প্রদান করেছে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা।
বৃহস্পতিবার বাদ যোহর সেনবাগ বাজার মসজিদে,সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক মহি উদ্দিন মহিনের অর্থায়নে মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সেনবাগ বাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মুফতি মুহাম্মদ উল্যাহ যুবায়ের, সেনবাগ জামেয়া ইব্রাহিমিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা রহিম উল্যাহ বশিরী,মাওলানা আবদুর রহিম,মুফতি শোয়াইব, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক নূর হোসাইন সুমন, রফিকুল ইসলাম রবি।
এ সময় সংস্থার সদস্য, সাংবাদিক, বিভিন্ন মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক মহিন সহ প্রবাসী কল্যাণ সংস্থার সাথে জড়িত প্রবাসী ও দেশের সকল সদস্যদের জন্য দোয়া করা হয় এবং পরে অতিথি বৃন্দ সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক মহিনের পক্ষ থেকে পৌর এলাকার বিভিন্ন মসজিদের শতাধিক খতিব,ইমাম ও মোয়াজ্জেমদের ঈদ উপহার বা হাদিয়া প্রদান করেন।