হাতিয়া উপজেলা, নোয়াখালী: নোয়াখালীর হাতিয়ায় বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের প্রোগ্রামে হামলার অভিযোগ উঠেছে। এতে হান্নান মাসুদসহ তার কয়েকজন সমর্থক আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে পুলিশ এবং হাতিয়ায় অবস্থানরত নৌবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আব্দুল হান্নান মাসুদ উপজেলার জাহাজমারা ইউনিয়নে ইফতার পরবর্তী স্থানীয় মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য গেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও হাতিয়ার সমন্বয়ক আবু ইউসুফ জানান, আব্দুল হান্নান মাসুদ রমজানের শুভেচ্ছা বিনিময় ও পথসভার সময় বিএনপি সমর্থকরা বাঁধা দেয়। এসময় আব্দুল হান্নান মাসুদ তার পথসভা সংক্ষিপ্ত করে তার সমর্থকদের কারো উস্কানিতে পা না দেওয়ার জন্য বলেন। পরে তিনি তার নেতাকর্মীদের নিয়ে জাহাজমারা বাজার প্রধান সড়কে বসে অবস্থান নেন। তিনি অভিযোগ করে বলেন- বিএনপির নামধারী কিছু নেতাকর্মীরা আমার প্রোগ্ৰামে বাঁধা সৃষ্টি করেছে, যতক্ষণ প্রশাসন তাদের আটক না করবে ততক্ষণ আমি এখানেই অবস্থান করবো।
জানা যায়, দুই পক্ষ মুখোমুখি হলে হান্নান মাসুদসহ তার কয়েকজন সমর্থক আহত হয়। একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরবর্তীতে পুলিশ এবং নৌবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
এবিষয়ে স্থানীয় বিএনপি নেতা ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্যাহিল মজিদ নিশান জানান, উপজেলা কৃষক দলের আহবায়ক আব্দুর রবকে পিটিয়ে আহত করা হয়।এর প্রতিবাদে স্থানীয় বিএনপি মিছিলের সময় মুখোমুখি হলে কিছুটা উত্তেজনা দেখা দেয়।
ঘটনারপর জাহাজমারা বাজারে উত্তেজনা বিরাজ করছে। এবং হান্নান মাসুদের সমর্থকরা তাকে ঘিরে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
ঘটনার বিষয়ে হাতিয়া থানা অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।