হাতিয়া উপজেলা, নোয়াখালী: ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২৪–২০২৫ অর্থবছরে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে নিবন্ধিত প্রান্তিক জেলেদের মধ্য থেকে নির্বাচিত ৩২ জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে নোয়াখালীর হাতিয়া উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে উপজেলা মৎস্য ভবনের সামনে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
সুবর্ণচর উপজেলা মৎস্য কর্মকর্তা ও হাতিয়া (অতি:দা) মো: ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন। এসময় হাতিয়া মেরিন ফিশারিজ অফিসার শফিউল ইসলাম উপস্থিত ছিলেন।